প্রকাশিত: Thu, Feb 1, 2024 9:40 AM
আপডেট: Mon, Jan 26, 2026 10:39 PM

[১]শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ জনগণের বন্ধু হিসেবে গড়ে উঠেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাসুদ আলম: [২] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজ পুলিশ জনগণের বন্ধু হিসেবে গড়ে উঠেছে। আমরা দেখেছি কোভিডের সময় ছেলে তার মায়ের হাসপাতালের বেডে ফেলে চলে গিয়েছে। পুলিশ সেই সময় মৃত মানুষদের দাফন-কাফন করেছে। এই পুলিশ সেই পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশের স্বপ্ন দেখতেন। পুলিশ জনগণের বন্ধু হিসেবে চেয়েছিলেন।

[৩] বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের মধ্যে ডিএমপি  ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চকলেট বিতরণ উৎসবে এসব কথা বলেন তিনি। 

[৪] তিনি আরও বলেন, ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ এ কার্যক্রম। আমি মনে করি তারা যে জনগণকে ভালোবাসে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভালোবাসে ও ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর জায়গা নিয়ে যেতে চায় তারই প্রতিফলন এটি। যখনই প্রয়োজন হয় তখনই দেখা যায় পুলিশ বাহিনী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।

 [৫] ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের প্রশংসা করে তিনি বলেন, তিনি শুধু জনগণের জন্য না, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্যও চিন্তা করেন। তিনি বেদে সমাজ, হিজড়া সমাজসহ সবার জন্য কাজ করে যাচ্ছেন। ডিএমপি কমিশনার অনেক ভালো ভালো কাজ সম্পন্ন করেছেন।

[৬] অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্পাদনা: সমর চক্রবর্তী